সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ জিরো পয়েন্টে রাতের আঁধারে চিপ পাথরবোঝাই নৌকা ডুবে অফিক মিয়া (৪৩) নামের এক পাথর শ্রমিক নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে ১২৫১ পিলারের ভিতরে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শনিবার ( ৮ জুলাই) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।
নিখোঁজ অফিক মিয়া কালীবাড়ি গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে। তিনি ৭ সন্তানের বাবা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে টহলরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে ১২৫১ পিলারের ভিতরে অফিক মিয়াসহ ৪ শ্রমিক চিপ পাথর তুলতে যান। নৌকাবোঝাই করার পর নদীতে প্রবল স্রোত থাকার কারণে ও অতিরিক্ত তাড়াহুড়া করতে গিয়ে ১২৫১ পিলারের পাশে এসেই পাথরবোঝাই নৌকাটি ডুবে যায়। তখন তার সঙ্গে থাকা অন্য ৩ শ্রমিক সাঁতরে উঠলেও তিনি এখনো নিখোঁজ রয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার আত্মীয় স্বজন ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পায়নি।
ওসি হিল্লোল রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, থানা-পুলিশ ও বিজিবির সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। নিখোঁজ অফিক মিয়ার সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
টিবি