কুষ্টিয়ার খোকসায় ভ্যানচালক নাসিরুল হত্যার ঘটনায় এক তরুণীসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গড়াই নদীর শহর রক্ষাবাঁধ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ইতি খাতুন ওরফে ঝর্ণা (১৬) ও লাল চাঁদ (২৩) নামে দুজনকে আটক করা হয়েছে।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভ্যানচালক নাসিরুল হত্যার সাথে জড়িতদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীসহ দুজন আসামিকে আটক করা হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, আটকরা ব্যাটারিচালিত পাখি ভ্যানটি চুরির উদ্দেশ্যেই চালক নাসিরুলকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি খারাপ থাকায় তারা ভ্যান রেখে পালিয়ে যায়। মামলার তদন্তের স্বার্থে ও অন্যদের আটকের জন্য বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান তিনি।
উল্লেখ্য, ২৬ জুন রাত সাড়ে ৯টার পর চক্রটি তাদের নারী সদস্য ইতিকে দিয়ে ভ্যানচালক নাসিরুলকে খোকসা শহর রক্ষাবাঁধে নিয়ে যায়। সেখানে গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে ও ইট দিয়ে মুখ থেতলে হত্যা করে লাশ ফেলে যায়। পরে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে। পরদিন ভ্যানচালকের পরিবার মরদেহের পরিচয় নিশ্চিত করেন।
প্রতিনিধি/এইউ