সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদারীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা

চারদিকে ঢাক-ঢোল আর বাঁশির আওয়াজ। পুরো মাঠ জুড়ে ছিল হাজারও দর্শক। কোথাও নেই একটুকু দাঁড়ানোর জায়গা। কেউ বিদ্যালয়ের ছাদে, আবার কেউবা গাছের মাথায় উঠে দেখছিলেন খেলা। তবে এটা ক্রিকেট কিংবা ফুটবল খেলা নয়, এটা ছিল কাবাডি খেলা। যা ছিল এক সময়ের গ্রামের ঐতিহ্যবাহী খেলা।

হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা আয়োজন করা হয়েছিল মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাছার এলাকায়।


বিজ্ঞাপন


madaripur

বুধবার (৫ জুলাই) বিকেলে চাছার প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ খেলার আয়োজন করা হয়। জালালপুর আইডিয়াল হাইস্কুলের মাঠে সরদার কান্দি শেখ রাসেল যুব সংঘ ও দক্ষিণ বীরাঙ্গণ যুব সংঘ নামের দুইটি দল এ খেলায় অংশগ্রহণ করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে দক্ষিণ বীরাঙ্গণ যুব সংঘ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক শাজাহান মাতুব্বরের হাতে ট্রফি তুলে দেন আয়োজকরা।

খেলার আয়োজক ও সদর উপজেলার ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। তবে দিন দিন এ খেলাটি হারিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা টিকিয়ে রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যুব সমাজকে মাদকের থেকে দূরে রাখতেই আমাদের এ আয়োজন।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর