ময়মনসিংহের মুক্তাগাছায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মুক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ২ বোনের নাম মাবিয়া (৯) ও মরিয়ম (১৪)। তারা দুই জন চাচাতো বোন।
জানা যায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে মাবিয়া (৯) পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে চাচাতো বোন মরিয়ম (১৪) পুকুরে নামে। তবে, সাঁতার না জানায় দু’জন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে তাদের পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, মরিয়ম ও মাবিয়া তাদের মা বাবার সঙ্গে ঢাকায় বসবাস করতো। বেশ কিছুদিন আগে তারা নিজ বাড়িতে এসে স্থানীয় একটি মাদরাসায় ভর্তি হয়। তারা সেখানেই লেখাপড়া করছিল।
বিজ্ঞাপন
মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল দুজন। তবে ধারণা করা হচ্ছে, চাচাতো বোন মাবিয়াকে বাঁচাতে মরিয়ম পুকুরে নামে। সাঁতার না জানায় দু'জন পুকুরের পানিতে ডুবে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
টিবি