রাঙ্গামাটির বিলাইছড়িতে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। তাদের উদ্ধার করে
শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের তাড়াছড়ি বৌদ্ধ বিহারের পাড়ার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতরা হলেন, তালেম মুনি তঞ্চঙ্গ্যা, সুশীলো তঞ্চঙ্গ্যা, ক্যপতি মার্মা ও রিপন তঞ্চঙ্গ্যা। তারা সবাই তাংকইতাং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী রঞ্জন তঞ্চঙ্গ্যা ও ভরত চন্দ্র তঞ্চঙ্গ্যা জানান, কালাম নামে এক বিস্কুট কোম্পানির মালবাহী গাড়িটি ফারুয়া বাজার এলাকা থেকে তাংকইতাং যাওয়ার পথে তাড়াছড়ি বৌদ্ধ বিহারের পাড়ার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করায় স্থানীরা। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৩ নম্বর ফারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কথা শুনে আহতদের দেখতে তিনি হাসপাতালে গিয়েছেন।
এইউ