বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের ৪৪ ঘণ্টা পর সাদাপাথরে মিলল পর্যটকের লাশ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

নিখোঁজের ৪৪ ঘণ্টা পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে নিখোঁজ পর্যটক আব্দুস সালামের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ধলাই নদীর উৎসমুখে (ঘটনাস্থল থেকে প্রায় ৭০০ ফুট দূরে ধলাই নদীর দক্ষিণে) নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


এর আগে গত রোববার বিকেল আড়াইটার দিকে সাদা পাথরে পানিতে নেমে নিখোঁজ হন আব্দুস সালাম। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২ দিন সন্ধান করেও তাকে খোঁজে পায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

আব্দুস সালাম মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত কালামের ছেলে।

ওসি হিল্লোল রায় বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার আত্মীয়দের কাছে লাশ পৌঁছে দেওয়া হবে। তাদেরকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত রোববার (২জুলাই) ঢাকার মিরপুর থেকে ৬ জন সাদাপাথর বেড়াতে আসেন। সেখানে তারা সকলেই গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে ২ জন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে সালাম নিখোঁজ হন।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন