শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৬

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয় উভয়পক্ষের কমপক্ষে ৬ জন।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার খাতিয়াল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ওই এলাকার ইয়ার হোসেন মল্লিক (৬০), দেলোয়ার মল্লিক (৪০), আনোয়ার হাওলদার (৪৫), ঝর্ণা বেগম (৫৫), ইমন মল্লিক (৩৫), শাহজাহান মল্লিক (৫০)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক ও এমদাদ খার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাশাপাশি বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৬ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মো. হাসানুজ্জামান বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর