রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জেলের জালে ধরা ২ মণের শুশুক, ৩ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ০৮:১৪ এএম

শেয়ার করুন:

জেলের জালে ধরা ২ মণের শুশুক, ৩ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি শুশুক। নদী থেকে ডাঙ্গায় তোলার কিছু সময়ের মধ্যেই শুশুকটি মারা গেছে। এসময় শুশুকটি এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে শুশুকটিকে ৩ হাজার টাকাতে বিক্রি করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জেলে মফিজ ঢালীর মাছ ধরার জালে শুশুকটি আটকা পড়ে।


বিজ্ঞাপন


জেলে মফিজ ঢালী বলেন, কয়েকজন জেলে ভোরে নদীতে মাছ শিকারে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলে না। পরে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জাল ফেললে জাল তুলতেই কয়েকটি বড় ঝাঁকুনি দেয়। এ সময় সবাই মনে করেন বড় কোন মাছ জালে আটকা পড়েছে। জাল নৌকায় তুলে দেখি অনেক বড় একটি বড় শুশুক।

তিনি আরও জানান, শুশুকটির ওজন ২ মণ হবে। দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নিয়ে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী ফারুক খান শুশুকটি কিনে নেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুশুক আটকের খবর শুনে লঞ্চঘাট এলাকায় অনেকেই ছুটে আসেন। ৩ হাজার টাকায় শুশুকটি বিক্রি করা হয়েছে। এধরনের প্রাণী নিধন থেকে বিরত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন উপস্থিত জনতা।

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব বলেন, বিষয়টি জানা নেই। এটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মধ্যে পরে। যার ফলে আমাদের কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।


বিজ্ঞাপন


গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, শুশুক ধরা পড়ার বিষয়টি জানা নেই। এ জাতীয় প্রাণী নিধন শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে মৎস বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর