মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর এলাকায় মাইক্রোবাস চাপায় আবির হেসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর পৌরসভার যুগিপোল এলাকায় এই ঘটনা ঘটে। আবির উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সবুজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নিজ বাড়ি থেকে কুষ্টিয়া যাওয়ার পথে যুগিপোল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস আবিরের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এছাড়া মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।  

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন