বগুড়ার শাজাহানপুরে কোরবানির গরুর চামড়া বোঝাই পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ জুলাই) দুপুর ১টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জুন) দিবাগত রাতে শাজাহানপুরের ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরবের টেকেরহাটি গ্রামের আবুল খায়েরের ছেলে শ্রাবণ আহম্মেদ (২০), গাজীপুর বর্মী বাজারের পাইটাল বাড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে জসিম মিয়া (৩৬) ও জয়পুরহাটের কাশিয়াবাড়ী গ্রামের আব্দুল মুত্তালেবের ছেলে পিকআপ ভ্যানচালক আরিফ হোসেন (৩৪)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়া এ অভিযান পরিচালনা করে।
বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতার তিনজন কোরবানির চামড়া বোঝাই পিকআপ ভ্যানে গাঁজার চালান নিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে বগুড়ায় আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়িতে তল্লাশি চৌকি বসানো হয়। এসময় কোরবানির চামড়া বোঝাই পিকআপে থাকা তিনজনের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গাঁজা পাচারের কথা স্বীকার করেন। পরে পিকআপে থাকা ৭০টি কোরবানির গরুর চামড়ার নিচ থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়ার উপ-পরিদর্শক আবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কোরবানির চামড়া বহনের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িত বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার তিনজনকে শাজাহানপুর থানায় মামলা দায়েরের পর সোপর্দ করা হয়েছে৷
বিজ্ঞাপন
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বাদী হয়ে গাঁজা উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস