মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে ফেনসিডিলসহ গ্রেফতার দুই

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে ফেনসিডিলসহ গ্রেফতার দুই

ঝালকাঠির কাঁঠালিয়ায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার বিনাপানি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার ফেনসিডিল কারবারি বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু ও জয়দেব দাস।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, শনিবার ভোররাত ৩টার দিকে একটি পিকআপে করে তারা  ফেনসিডিল ডেলিভারি দিতে আসেন। এসময় তাদের তল্লাশি চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে কাঁঠালিয়া থানায় নিয়ে আসা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে ঝালকাঠির জেলাহাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর