পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সর্বোচ্চ সহায়তা দেয়া হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, ত্রাণ মন্ত্রনালয় থেকে ক্ষতিগ্রস্ত কৃষকরা সহযোগিতা পাবেন।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টায় দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। সেখানে তিনি ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন।
বিজ্ঞাপন
উপমন্ত্রী বলেন, হাওরে যে সকল বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের কাজ চলছে এবং যেসকল কৃষকরা ফসল হারিয়েছেন তাদের তালিকা করে সহায়তা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. ফজলুর রশিদ, পাউবোর উত্তর পূবাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির প্রমুখ।
এদিকে নদী ও হাওরের পানি কিছুটা কমায় বাঁধ ভাঙা শঙ্কা কমছে। আর ফাটল দেয়া বাঁধ মেরামত কাজ করছেন কৃষক থেকে শুরু করে প্রশাসন।
উল্লেখ্য, গেল ৭ দিনে পাহাড়ি ঢল হাওরের পানি বৃদ্ধি পেয়ে ৮টি বাধ ভেঙে পানিতে তলিয়েছে কৃষকের ১০ হাজার হেক্টরেরও বেশি ফসল।
বিজ্ঞাপন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নের গোলাবাড়ি, ছিলাইন তাহিরপুর, মান্দিয়াতা, রংচি, ইন্দ্রপুর, বাগলি, জয়পুর, লামাগাঁও ও রামসিমপুরসহ ১০ গ্রামের দুই হাজার কৃষকের ফসলি জমির ধান তলিয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এইচই