চপ-পেঁয়াজু নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূত্তি করার অভিযোগে ভোলার তজুমদ্দিন উপজেলায় মো. সাখাওয়াত (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে উপজেলা দক্ষিণ খাসেরহাট বাজার থেকে স্থানীয়রা তাকে আটক করে তজুমদ্দিন থানায় খবর দিলে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায় তজুমদ্দিন থানা পুলিশ।
বিজ্ঞাপন
সাখাওয়াত উপজেলা চাচড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের মো. মোস্তাফিজ মিয়ার ছেলে।
তজুমদ্দিন থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সাখাওয়াত তার ফেসবুক অ্যাকাউন্টে চপ-পেঁয়াজু নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপর রাতে ৯টার দিকে উপজেলা খাসেরহাট বাজারে স্থানীয়রা তাকে আটক করে তজুমদ্দিন থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে আসেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউর হক জানিয়েছেন, সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বিজ্ঞাপন
এইচই