মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বুয়েটের এমএসসি ভর্তি পরীক্ষায় প্রথম কুড়িগ্রামের জান্নাতুল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ০২:৩৯ পিএম

শেয়ার করুন:

বুয়েটের এমএসসি ভর্তি পরীক্ষায় প্রথম কুড়িগ্রামের জান্নাতুল

বুয়েটের এমএসসি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন চিলমারীর মেয়ে জান্নাতুল ফেরদৌসী। গণিত বিভাগের ভর্তি ফলাফলে তিনি প্রথম হয়েছেন।

শনিবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এ তালিকা প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


জান্নাতুল ফেরদৌসীর আবেদনের সিরিয়াল নম্বর ৯০০৭৯। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসীর এমন সফলতার খবরে তার স্বজনসহ শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বসিত।

জান্নাতুল ফেরদৌসীর বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকায়। তার বাবার নাম মো. চান মিয়া, মা মোছা. কাজল বেগম। বাবা ক্ষুদ্র চাল ব্যবসায়ী বলে জানা গেছে। চার বোন এক ভাইয়ের মধ্যে জান্নাতুল ফেরদৌসী তৃতীয়।

শিক্ষা জীবনে তুখোড় মেধাবী এ শিক্ষার্থী কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ২০২০ সালে গণিত বিষয়ে অনার্সে সিজিপিএ ৩.৯৩ পেয়ে উত্তীর্ণ হন।

জানা গেছে, জান্নাতুল ফেরদৌসী ডিএ চিলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০০৭ সালে পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি, শরীফের হাট মনির উদ্দিন দ্বিমুখি উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং ২০১৩ সালে এসএসসিতে জিপিএ-৫ পান। এছাড়াও গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ থেকে ২০১৫ সালে এইচএসসিতে ৪.৫৮ পান।


বিজ্ঞাপন


এ বিষয়ে জান্নাতুল ফেরদৌসী বলেন, আমি শিক্ষাজীবন থেকে মন দিয়ে পড়াশুনা করেছি। কিন্তু টাকার অভাবে ঠিকমতো প্রাইভেট পড়তে পারিনি। তবে স্বপ্ন ছিল মেডিকেলে পড়াশুনা করব, কিন্তু সেটা হয়নি। পরে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিই। এর মধ্যে বুয়েটের ভর্তি পরীক্ষা দেই। সবার দোয়ায় ভালো রেজাল্ট করেছি।

জান্নাতুল ফেরদৌসীর বাবা চান মিয়া বলেন, আমি ছোট ব্যবসা করি। তবে সন্তানদের লেখাপড়ার খরচ ঠিকমতো দিতে পারিনি। আজ আমার মেয়ে এই সফলতার জন্য আমি গর্বিত। দোয়া করি আমার মেয়ে যেন অসহায় মানুষের জন্য কাজ করতে পারে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর