আসন্ন রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বর্তমান চেয়ারম্যানসহ চার চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চার সদস্য প্রার্থীও মনোয়ন প্রত্যাহার করে নেন।
রোববার (২৫ জুন) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পবা উপজেলা নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন— বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগ নেতা হাসান আহমদ জুয়েল, আতিকুর রহমান, হাজী মো. ওবাইদুর রহমান। তারা সবাই নৌকার প্রার্থী আবুল হোসেনকে সমর্থন দিতে মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এছাড়াও সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহারকারী হলেন— ২ নম্বর ওয়ার্ডের মাজদার হোসেন, আয়েন উদ্দীন, ৩ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান পলাশ ও ৬ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম।
এ ব্যাপারে হাজী মো. ওবাইদুর রহমান বলেন, সবদিক বিবেচনা করে নৌকার প্রার্থীকে সমর্থন ও সম্মান জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
তবে বর্তমান চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুকে একাধিক বার ফোন দিয়েও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক বলেন, হরিয়ান ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন এবং সদস্য পদে চার জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন নির্বাচনে লড়বেন ৭৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন লড়ছেন।
উল্লেখ্য, সোমবার (২৬ জুন) প্রতীক বরাদ্দ নিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। আগামী ১৭ জুলাই ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হরিয়ান ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৯৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮৫০ জন ও নারী ভোটার ৯৬৭৮ জন।
টিবি