শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘ফুটবলকে বাঁচাতে দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ০১:৫৮ এএম

শেয়ার করুন:

loading/img

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমি হাইকোর্টে মামলা করেছিলাম বিদেশ থেকে দেশের ফুটবলের জন্য যে টাকা আসছে দুদকের মাধ্যমে সেটার হিসাব নিতে। হাইকোর্ট আমাকে আদেশ দিয়ে বললেন তদন্ত হতে কোনো বাধা নেই। কিন্তু দুর্নীতিবাজরা সুষ্ঠু তদন্ত হতে দিলো না। দেশের ফুটবলকে বাঁচাতে হলে দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় রাজবাড়ী জেলার পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ব্যারিস্টার সুমন একাদশ ও পাংশা উপজেলা ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণের সময় এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ করবো। এ দেশে দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই। পড়ালেখা করে আপনারা প্রতিষ্ঠিত হন। তা না হলে বিভিন্ন জায়গায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনারা লড়তে পারবেন না।

তিনি আরও বলেন, রাজবাড়ীর পাংশায় আসছি। আমি এখানে আগে কখনো আসিনি। এখানে হারতে বা জিততে আসিনি। পাংশার মানুষের সাথে আত্মীয়তা করতে আসছি। পাংশার মানুষের আতিথেয়তা আমি কখনো ভুলবো না। 

ব্যারিস্টার সুমন বলেন, ফুটবল আমাদের প্রথম প্রেম। ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা তা নাটোর, নওগাঁ ও ঠাকুরগাঁওসহ দেশের যেখানেই যাবেন, সেখানেই দেখতে পাবেন। মানুষ তার দেশপ্রেম ও এলাকার প্রেম নিয়েই খেলা দেখতে আসে, আনন্দ করতে আসে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এর চেয়ে ভালো উপায় আর হইতে পারে না। অথচ আমাদের দুর্ভাগ্য হচ্ছে যাদের কাঁধে মাথা রেখে আমাদের কাঁদতে পারার কথা, ফুটবলের অভিযোগ করতে পারার কথা, আমাদের স্পোর্টসের মাঠ দখল নিয়ে কথা বালার কথা, তারাই যখন আমাদের কাঁদার কারণ হয়, তখন আমার মতো একজন বুড়া বয়সী ব্যারিস্টারের দাঁড়িয়ে যাইতে হয় এই যুদ্ধের ময়দানে।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশা আওয়ামী যুবলীগের আয়োজনে মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলো পাংশা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাদশ।


বিজ্ঞাপন


পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা ও আয়োজক কমিটির সদস্য শহীদুল ইসলাম মারুফ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ও জনপ্রিয় মুখ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল টিম এই প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। এই আয়োজন পাংশার ফুটবল ইতিহাসের অংশ হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর