বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরগুনায় গৃহবধূকে খুন করে ডাকাতি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২৩, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় ডাকাতি করতে এসে বিলকিস বেগম (৫৫) নামের গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

শুক্রবার (২৩ জুন) মধ্যরাতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শনিবার (২৪ জুন) বিকেলে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে চেয়ারম্যান জালাল গাজী এ তথ্য নিশ্চিত করেন।

মৃত গৃহবধূ বেতাগী উপজেলার মৃত্যু আব্দুল মান্নান মিয়ার স্ত্রী।

চেয়ারম্যান জালাল গাজী বলেন, আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি জানালার গ্রিল কাটা এবং খাটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নারীর লাশ। তার কানে নাকি স্বর্ণের দুলছিল। সেখানেও রক্ত দেখে আমি পুলিশকে খবর দেই।

স্থানীয় ও আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, তার স্বামীর মৃত্যুর পরে তিনি তার ছেলেদের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। বিলকিস বেগম গত মঙ্গলবার ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন কোরবানির ঈদ উদযাপন করতে।


বিজ্ঞাপন


নিজ বাড়িতে তারা না থাকায় বাড়ি দেখাশোনার জন্য একজন ভাড়াটিয়া থাকেন। বাসাটা রাস্তার কাছে থাকায় সম্পূর্ণটা উচ্চ দেওয়াল দিয়ে ঘেরা। ঘটনার সময় বাসার লাগানো লৌহজাতের গ্রিলের ৪টা অংশ ভাঙা থাকায় ডাকাত ওঠার বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করা হয়।

ভাড়াটিয়া মাওলানা আব্দুর রহমান জুয়েল তিনি বলেন, আমি একটি নূরানি মাদরাসায় চাকরি করি। ঘটনার দিন রাতে আমি ও আমার পরিবার বাসার সামনের বারান্দায় ঘুমে ছিলাম। প্রতিদিনের মতো সকালে ফজরের নামাজের পরে আমার স্ত্রী তাকে ডাকতে গেলে রুমে এলোমেলো থাকা আর সে খাটে রক্তাক্ত অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আমি তার ছেলেদের এবং এলাকার মানুষদের খবর দেই।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) সঞ্জয় মজুমদার বলেন, এ ব্যাপারে আমরা ঘটনাস্থলে কাজ করছি। তবে এখন কিছু বলা যাচ্ছে না! তদন্ত শেষে আমরা ব্যাপারটি নিয়ে বলতে পারব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর