মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ৪৭টি কোরবানি গরুসহ একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৭টি গরু উদ্ধার হয়েছে বলে জানাগেছে।
শনিবার (২৪ জুন) সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শুদ্রকান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য।
বিজ্ঞাপন
ট্রলারে থাকা গরু ব্যবসায়ী মুক্তার হোসেন বলেন, আমরা সিরাজগঞ্জের চৌহালি উপজেলা থেকে ট্রলারে করে গরু নিয়ে, নারাণগঞ্জের মোগড়াপাড়া গরুর হাটে যাচ্ছিলাম। কিন্তু সূত্রাকান্দি এলাকায় আসলে নদীর পানির ঢেউয়ের বাড়িতে নৌকার আগার তলি ফেটে গেলে পানি উঠে নৌকা ডুবে যায়।
তিনি আরও জানান, নৌকায় তার ৩টি গরু ছিল। দুইটি উদ্ধার করতে পারলেও একটি গরু এখনো নিখোঁজ রয়েছে।
ব্যবসায়ী জমির উদ্দীন বলেন, আমার ৮টি গরু ছিল একটিও উদ্ধার করতে পারিনাই। গরু গুলো না পেলে আমি পথের ফকির হয়ে যাব বলতে বলতে কাঁদছেন। আর মাটি থাপরাছেন।
বিজ্ঞাপন
আরেক ব্যবসায়ী জাকির হোসেন বলেন, নৌকা ডুবে যাওয়ার পরে কোন মতে সাঁতরিয়ে পারে এসে পৌছাতে পেরেছি। নৌকায় আমার দুইটি গরু ছিল। কোন খোঁজ পাচ্ছিনা। সে জন্য নদীর পার দিয়ে হেঁটে হেঁটে আমার গরু খুঁজে বেড়াছি।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, এই পর্যন্ত ১৭টি গরু উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে বলে জানান তিনি।
প্রতিনিধি/একেবি

