মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২৩, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭
ফাইল ফটো

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটের সময় ভাঙ্গার মালিগ্রাম অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিম উদ্দিন ঢাকা মেইলকে বলেন, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাত যাত্রী ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অ্যাম্বুলেন্সটির চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিন ঢাকা মেইলকে জানিয়েছেন, এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি। 

 টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর