লালমোহন উপজেলায় একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ঘরে থাকা ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা পুড়ে কয়লা হয়ে গেছেন।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের বগিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ তার মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই বৃদ্ধার নাম আনোয়ারা বিবি। তিনি একাই ওই ঘরে থাকতেন। তার স্বামী নেই। ছেলেরা বিয়ে করে অন্যত্রে থাকেন। বেশ কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে ঘরেই থাকতেন। মাঝেমধ্যে নিজেই রান্নাবান্না করে খেতেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, আনোয়ারা বিবির ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। একটি ঝুপড়ি ঘরে তিনি একাই থাকতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তার ঘরে অগ্নিকাণ্ড দেখতে পান। ততক্ষণে তিনি পুড়ে কয়লা হয়ে গেছেন। স্থানীয়রা ধারণা করছেন, চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক উল্লেখ করে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, আনোয়ারা বিবির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে।
প্রতিনিধি/এসএস