শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘হাওরে স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে’

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, হাওরের ফসল রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাঁধ নির্মাণ হলে কৃষকদের বার বার ফসলহানি কমে আসবে। আর বাঁধ নির্মাণ কাজে অনিয়ম কিংবা গাফলতিতে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার ভেঙ্গে যাওয়া চন্দ্রসোনার তাল হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পানি সম্পদ উপমন্ত্রী এসব কথা বলেন।


বিজ্ঞাপন


উপমন্ত্রী বলেন, হাওরে যে সকল বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের কাজ চলছে এবং যেসকল কৃষকরা ফসল হারিয়েছেন তাদের তালিকা করে সহায়তা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন-পানি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ফজলুর রশিদ, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সাংসদ শামিমা আক্তার খানম, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
 
উল্লেখ্য, গেল ছয় দিনে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ৭টি হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টরেরো বেশি ফসল। এখনো জেলার বেশির ভাগ হাওরের বাঁধে দেখা দিয়েছে ফাটল। দিনরাত বাঁধ মেরামত কাজ করছেন হাওরের কৃষকেরা।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর