সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেরপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ জুন ২০২৩, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

শেরপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
ছবি : ঢাকা মেইল

শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন—টাংগার পাড়া গ্রামের মাওলানা মহির উদ্দিনের ছেলে আবু রায়হান (৪৫) ও শ্রীবরদী পৌরসভার দক্ষিণ পোড়াগর এলাকার নুরল ইসলামের ছেলে আশিক (২২)। 


বিজ্ঞাপন


শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার (২১ জুন) সন্ধ্যায় আবু রায়হান ভেলুয়া বাজারে তার ওষুধের দোকানে বসে থাকাবস্থায় বিষধর সাপ দংশন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মৃত্যুবরণ করেন। 

অপরদিকে বৃহস্পতিবার (২২ জুন) ভোরে পোড়াগর এলাকায় আশিক মিয়া তার বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পাশে নিম গাছের ডালের সাথে গামছা দিয়ে ফাঁস দেয়। পরে আশিকের মা আকলিমা খাতুন তাকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে লোকজন এসে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর