মাদারীপুরের ডাসারে মাইক্রোবাস উল্টে জগৎ মৃধা (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ৫ যাত্রী।
বুধবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক।
জগৎ মৃধা বাগেরহাট জেলার মোল্লারহাট থানার চাউলটুরী এলাকার মৃত কিরণ মৃধার ছেলে।
আহতরা হলেন— নারায়ণগঞ্জ সোনারগাঁও এলাকার কবির হোসেনের ছেলে জিয়াউল হক (৪০), ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুর এলাকার বাবুল আহমেদের ছেলে রিয়াদ হোসেন (২৬), একই এলাকার হীরা খানের ছেলে পারভেজ খান (৪৫) এবং মোনতাজুল হকের ছেলে আমির হক (৪০) ও চাঁদপুর ফরিদগঞ্জ এলাকার আব্দুল গফুরের ছেলে কবির হোসেন (৩৮)। তারা সবাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে জগৎ মৃধাসহ ৬ জন যাত্রী মাইক্রোবাসযোগে বরিশাল থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের পান্থপাড়া এলাকায় আসলে হঠাৎ করে গাড়িটির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এসময় মাইক্রোবাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং যাত্রীরা গাড়ির নিচে চাঁপা পড়ে। এদিকে, ঘটনার পর পরই চালক গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জগৎ মৃধাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, মাইক্রোবাসের চাকা ফেটে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশ।
টিবি