মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্কুলে ভর্তির ২০০ টাকা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ০১:৩৩ পিএম

শেয়ার করুন:

স্কুলে ভর্তির ২০০ টাকা না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি : সংগৃহীত

শরীয়তপুর গোসাইরহাটে স্কুলে ভর্তির টাকা না পেয়ে অনিমা সুমাইয়া (১৪) নামে এক শিক্ষার্থী অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কুচাইপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, অনিমা গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের কুলচুরি পাতার চর গ্রামের দিনমজুর আলমগীর হোসেন মোল্লার মেয়ে। তিনি চর মাইজার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বুধবার সকালে স্কুলে যাওয়া সময় বাবার কাছে ভর্তির জন্য দুই শ টাকা দাবি করেন। সেই টাকা না পেয়ে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বিষয়টি তার পরিবারের সন্দেহ হলে, দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোসারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কিছুটা উন্নতি হলেও বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, স্কুলের ভর্তির টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে অস্টম শ্রেণির এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর