ঝিনাইদহের হরিণাকুন্ডের বাকচুয়া গ্রামে নির্মাণাধীন ভবনের দেওয়াল চাপায় শান্ত (১০) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২০ জুন) বিকেলে দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শান্ত একই গ্রামের রামপ্রসাদ দাসের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শান্ত তাদের প্রতিবেশি আলমের নির্মাণাধীন বাড়ির দেওয়ালের পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে সে সদ্য নির্মিত দেওয়ালের উপর উঠে নিচে লাফ দিলে দেওয়ালটি তার ওপর ভেঙ্গে পড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে সেখানে চিকিৎসক আশরাফুল আলম তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ইটের আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।
হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে হরিনাকুন্ড থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস