সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৪০ মণ ওজনের কালা তুফানের দাম ২৫ লাখ

মো. লিটন হোসেন লিমন
প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

৪০ মণ ওজনের কালা তুফানের দাম ২৫ লাখ

দেখতে কুচকুচে কালো। ওজন ৪০ মণ। লম্বায় সাড়ে ৯ ফুট এবং উচ্চতায় সাড়ে ৭ ফুট। বিশাল আকৃতির এ ষাঁড়টি নাম রাখা হয়েছে নাম ‘কালা তুফান’। দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা।

নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম ষাঁড়টির মালিক। চার বছর আগে ৬ মাস বয়সের ষাঁড়টি স্থানীয় এক খামারির কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার টাকায় কিনেছিলেন তিনি।


বিজ্ঞাপন


দীর্ঘ চার বছর লালন-পালনের করেছেন তিনি। এই কোরবানির ঈদে ষাঁড়টি ২৫ লাখ টাকায় বিক্রির আশা করছেন মালিক। বিশাল দেহের অধিকারী ষাঁড়টি এক নজর দেখতে কৌতূহলী মানুষ প্রতিদিন আমিনুর ইসলামের বাড়িতে ভিড় করছেন।

মালিক আমিরুল ইসলাম জানান, চার বছর আগে এলাকার এক ব্যক্তির কাছ থেকে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গরুটি কিনেছিলেন। সেই সময় গরুটির ওজন ছিল ৬ মণ। পশু চিকিৎসকের পরামর্শ অনুসারে শুরু থেকেই ষাঁড়টিকে চিড়া, গুড় ও অ্যাংকরের ভুষি খাওয়াতে শুরু করি। বর্তমানে ষাঁড়টি লম্বায় সাড়ে ৯ ফুট এবং উচ্চতায় সাড়ে ৭ ফুটের মতো। ষাঁড়টিকে প্রতিদিন আট কেজি ভুষি, দুই কেজি চিড়া ও দুই কেজি গুড় খাওয়াতে হয়। কালা তুফানের পেছনে আমিরুলের প্রতিদিন অন্তত ১ হাজার ৩০০ টাকা খরচ হয়। ষাঁড়টি এবার বিক্রি করতে না পারলে তার পক্ষে ষাঁড়টি পালন করা কঠিন হয়ে পড়বে বলে তিনি জানান।

নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, ষাঁড়টি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বড় হচ্ছে। এটিকে যে খাবার খেতে দেওয়া হয়, তা স্বাভাবিক খাবার। তাই এটির শারীরিক গঠন সুন্দর হয়েছে। যারা শখ করে কোরবানি দিতে চায়, তারা গরুটি কিনতে পারেন।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর