বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিশ্বনাথে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ০৭:৫৭ এএম

শেয়ার করুন:

loading/img

সিলেটের বিশ্বনাথে হঠাৎ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের টিনসেডের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডে ওই পাঁচ পরিবারের প্রায় ৪০জন সদস্য একেবারেই অসহায় হয়ে পড়েছেন। কেবলমাত্র তাদের পরনের কাপড় ছাড়া বাকি সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়া, ফারুক মিয়া ও তাদের চাচাতো ভাই বকুল মিয়া, নেছার মিয়া ও লয়লুস মিয়া। তাদের দাবি আসবাবপত্রসহ প্রায় ৫৫ থেকে ৬০ লাখ টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঝড়বৃষ্টির পাশাপাশি সকালে ভূমিকম্প হওয়ায় বিশ্বনাথের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি নড়ে যায়। এতে পুরো উপজেলাজুড়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এরপর বিকেল পৌনে ৪টার দিকে বিদ্যুৎ লাইন চালু হওয়ার সঙ্গে সঙ্গে উপজেলার মালিপাড়া গ্রামের সৌদী প্রবাসী ছুরুক মিয়ার বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড শুরু হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা একই বাড়ির পাঁচটি পরাবরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ওসমানীনগরের ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই পাঁচ পবিারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় এমপি মোকাব্বির খান ঘটনাস্থলে পৌঁছে তাদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে নগদ ১০ হাজার টাকা অনুদান দেন। পরবর্তিতে তাদেরকে আরও ৬০ হাজার টাকার ও ২০ বান ঢেউটিন এবং একটি গভীর নলকুপ অনুদান দেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে, ওইদিন রাতে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে একলাখ টাকা অনুদান দিয়েছেন বিশ্বনাথের গোয়াহরি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাসিন উজ্জামান নুরু।

বিশ্বনাথ থানার এসআই রেদওয়ান ও ওসমানীনগর ফায়ার ব্রিগেডের ফায়ারম্যান স্বপন মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলেও জানান তারা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর