রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

চোর সন্দেহে যুবকের পুরুষাঙ্গে আগুন, তিন ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

loading/img

বরিশাল জেলার মুলাদী উপেজেলায় ভ্যানচোর সন্দেহে পুরুষাঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াসহ নির্মম নির্যাতনের অভিযোগে তিনভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ গলইভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান।

নির্যাতনের শিকার যুবক শামীম আকন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে ওই গ্রামের মৃত সালাম আকনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন দিনমজুর শামীম বলেন, শাহাবুদ্দিনের ব্যাটারিচালিত অটো চুরি হয়েছে। এই জন্য তাকে দায়ী করে শাহাবুদ্দিনের ছোট ছেলে বায়জিদ তাকে কল করে। তাদের বাড়ি যাওয়ার পর শাহাবুদ্দিনের ঘরে নেয়। সেখানে গেলে ভ্যান চুরির অভিযোগে বায়জিদ তার হাতে থাকা ছুরি দিয়ে চোখের উপর আঘাত করে। ছুরি দিয়ে চোঁখ খুচিয়ে উঠানোর চেষ্টা করে।

এছাড়াও গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে বায়জিদ, তার ভাই মাইনুদ্দিন, মনিরসহ আরও ১০/১৫ জন। সেখানে থাকা স্থানীয় হালিম হাওলাদারের পায়ে ধরে মিনতি করলেও নির্যাতন বন্ধ করেনি। এমনকি তার পুরুষাঙ্গ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেছে।


বিজ্ঞাপন


মুলাদী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ভ্যান চুরির অভিযোগে যুবককে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। যুবকের স্ত্রী রেমিজা বেগম বাদী হয়ে করা মামলায় নামধারী ৪ জন ও অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে শুক্রবার জেলে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub