শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

যাত্রীদের ফ্রি ওয়াইফাই দেবে এয়ার ইন্ডিয়া

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

যাত্রীদের ফ্রি ওয়াইফাই দেবে এয়ার ইন্ডিয়া

শিগগিরই এয়ার ইন্ডিয়ার যাত্রীরা আকাশে বসেই ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। কেননা, ভারতের সর্ববৃহৎ এই উড়ান পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্লাইটে ফ্রি ওয়াইফাই সুবিধা দিতে যাচ্ছে।

এয়ার ইন্ডিয়ার মালিকানা ফিরে পাওয়ার পর এবার এই উড়ানকে নতুন করে ঢেলে সাজানোর কাজ করছে টাটা গোষ্ঠী। ছয়টি ওয়াইড বডি প্লেন আনার বিষয়ে চিন্তাভাবনা চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। 


বিজ্ঞাপন


আগামী কয়েক মাসের মধ্যে, এয়ারবাস ওয়াইড বডি এ৩৫০ বিমান এয়ার ইন্ডিয়ার পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। আর এই বিমান হতে চলেছে বিলাসিতায় ভরপুর। বসার জায়গায় বিলাসবহুল ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে যাত্রীদের জন্য। সেখানে বিমান যাত্রীরা বিনামূল্য়ে ওয়াই ফাই পরিষেবার সুবিধা পাবেন।

air indiaভারতের এই বিমান সংস্থা ৪০ টি ওয়াইড বডি বিমান ও ন্যারো বডি বিমানেরও মেকওভারের পরিকল্পনা করেছে।

আগামী দুই বছরের মধ্যে ধাপে ধাপে এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমানের ভোল পাল্টে ফেলার চিন্তাভাবনা করা হচ্ছে। বিমানের ভিতরের দিকে সাজ-সজ্জায় আমূল পরিবর্তন আনার কথা ভাবছে এয়ারলাইন্সটি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর