বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

বিমানে শিশুরা কাঁদে কেন?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৩, ০৩:৪৮ পিএম

শেয়ার করুন:

বিমানে শিশুরা কাঁদে কেন?

শিশুরা ভ্রমণের সময় এমনিতেই অস্বস্তিতে থাকে। বিশেষ করে উড়োযানে তাদের ভীতি কাজ করে। তাই শিশুরা ফ্লাইটের সময় কান্না শুরু করে দেয়। যদিও শিশুদের পাশাপাশি বড়দের অনেকেরই বিমানভীতি রয়েছে। তবে শিশুদের বেশি। 

বিমান ভ্রমণে শিশুদের অস্বস্তির মূল কারণ কেবিনের চাপ তাদের সংবেদনশীল কানে চাপ সৃষ্টি করে। কেননা, শিশুদের কান প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি সংবেদনশীল। এরা কানের ওপর বাতাসের চাপকে বড়দের মতো সামঞ্জস্য করতে পারে না।


বিজ্ঞাপন


childতাই বিমান রানওয়ে থেকে আকাশে উড়তে শুরু করলেই চিৎকার করে কান্না শুরু করে দেয় শিশুরা। একইভাবে বিমান আকাশ থেকে মাটি স্পর্শ করার প্রস্তুতি নেওয়ার সময়ও কান্না জুড়ে দিতে পারে। এমনকি মাঝআকাশেও শিশুদের কাঁদতে দেখা যায়।  

শিশুদের কান্না থামাতে এয়ারহোস্টেসরা নানা উদ্যোগ নেন। এর মধ্যে অন্যতম হচ্ছে-শিশুদের মনোরঞ্জন করা। তাদের চিপস, চকলেট কিংবা খেলনা উপহার দেওয়া। 

childফ্লাইটে শিশুদের কাঁদার আরেকটা বড় কারণ হতে পারে দীর্ঘ আকাশ পথের ভ্রমণ ক্লান্তি, ক্ষুধা, ঘুম-বিশ্রাম না হওয়া ইত্যাদি।  

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর