নিজেদের পছন্দমতো আসন দেখে বিমানের টিকিট কাটেন সবাই। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময়ই তা সম্ভব হয়ে ওঠে না। ফলে বিমানবন্দরে চেক ইনের সময় যে সিট পাওয়া যায় তাই নিতে হয়। এক্ষেত্রে বিমানে চড়ার পর বসার সময় দেখা যায় যে, হয়তো আসনটি আপনার পছন্দ হয়নি। কিংবা পাশের সহযাত্রীর কারণে অস্বস্তি বোধ করছেন। তখন অনেকেই নিজের আসন পরিবর্তনের চিন্তা করেন। কিন্তু এক্ষেত্রে বিমানবালাদের আপত্তি থাকে। কারণ, এক্ষেত্রে সিট পরিবর্তন করলে সমস্যায় পড়তে পারেন। চলুন জেনে নিই বিমানের আসন যে কারণে কারও সঙ্গে পরিবর্তন করবেন না।
বিমানবালা কী বলেন?
বিজ্ঞাপন
ফ্লাইটের এয়ার হোস্টেসরা জানায়, আসন পরিবর্তনের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। যেমন— নিজের পছন্দমত সিটের জন্য অতিরিক্ত অর্থ খরচ করেন অনেক যাত্রী। কিন্তু আপনার একান্ত অনুরোধে তাদের পছন্দমতো পাওয়া আসন পরিবর্তন করাতে চাওয়া ঠিক নয়। যারা আগে থেকে সিট বুক করে রাখেন তারা নিজেদের সুবিধার জন্যই তা করেন। এক্ষেত্রে সিট পরিবর্তন করতে চাওয়ায় অন্য যাত্রীর অসুবিধা হবে। আবার অনেক সময় আসন পরিবর্তন করে নিজেও অসুবিধায় পড়তে পারেন। তখন আর কিছু করার থাকে না।
খাবার পরিবেশনের সমস্যা
খাবারের প্রি-বুকিংয়ের জন্য আসন সংখ্যা দিতে হয়। আর এক্ষেত্রে যদি আসন পরিবর্তন করেন তাহলে খাবারও বিনিময় করতে হতে পারে। অনেক সময় আসন পরিবর্তন করলে খাবার পরিবেশনের নিশ্চয়তা কেবিন ক্রুরাও দেন না। শুধু তাই নয়, হয়তো ভালো জায়গা নিয়ে বসার জন্য দাম দিয়ে টিকিট কিনেছেন, কিন্তু আসনে পরিবর্তন করলে কোনো সুবিধাই পাবেন না।
আসন পরিবর্তনে ফ্লাইটের ভারসাম্য নষ্ট হতে পারে
বিজ্ঞাপন
বিমান ওড়ার ঠিক আগের মুহূর্তে আসন পরিবর্তন করতে যাবেন না। কারণ, প্রথমে সিটে বসার পর যাত্রীদের ওজন এবং ভারসাম্য অনুযায়ী লিফট ট্রিম সেট করা হয়। যদিও একজন ব্যক্তি আসন পরিবর্তন করলে বিশেষ অসুবিধা হয় না। সাধারণত কয়েকজন মানুষ সিট পরিবর্তন করলে অসুবিধা হয়। এতে প্লেনটি ট্রিম থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তাই আসন পরিবর্তনের আগে সিট বেল্টের আলো নিভে যাওয়ার জন্য অপেক্ষা করুন।
বিমান দুর্ঘটনার পর মৃতদেহ সনাক্তকরণে সমস্যা
দুর্ভাগ্যবশত যদি বিমান দুর্ঘটনা হয় তাহলে আসন পরিবর্তনের কারণে মৃতদেহ সনাক্তকরণে সমস্যা হয়। এছাড়াও, অনেক পরিস্থিতিতে পুলিশ তদন্তের স্বার্থে বিমানের কোনও কোনও যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে। আসন পরিবর্তন করলে কাজটি বেশ কঠিন হয়ে পড়ে।
এমএইচটি