শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানে সব পরিষেবার জন্য দিতে হবে বাড়তি টাকা

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

বিমানে সব পরিষেবার জন্য দিতে হবে বাড়তি টাকা

বিমান নির্দিষ্ট আসনে বসে পড়েছেন যাত্রীরা। গন্তব্যের উদ্দেশ্যে আকাশের দিকে যাত্রা করেছে বিমান। এমন সময়ে বিমানের ভেতরে একটি ঘোষণায় বেশ চমকে উঠলেন যাত্রীরা। বিমানে কোনও রকম সুবিধা পেতে জন্য অতিরিক্ত অর্থ দিতে হবে বলে ঘোষণা করেন একজন বিমানবালা।

সম্প্রতি টিকটকের মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওর সত্যতা এবং সময়কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।


বিজ্ঞাপন


গণমাধ্যম সূত্রে জানা যায়, স্পিরিট এয়ারলাইন্সের বিমানটি টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়ার উদ্দেশে যাত্রা করছিল। বিমান ছাড়ার কিছুক্ষণ পর মুখের সামনে মাইক ধরে একজন বিমানবালা সকল যাত্রীকে মনোনিবেশ করার জন্য অনুরোধ করেন।

spirit-airlines
ছবি: সংগৃহীত

তারপর ওই বিমানবালা বলেন, ‘আপনাদের ফোন প্লাগ করার জন্য এই বিমানের ভিতর কোনো সকেটের ব্যবস্থা নেই। যদি এই সুবিধা পেতে চান তাহলে অতিরিক্ত টাকা দিতে হবে। এমনকি গায়ে ঢাকা দেওয়ার জন্য কম্বল দেওয়ার পরিষেবা পাবেন না। এজন্যও এয়ারলাইন্সের পক্ষ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হবে।’

যাত্রীরা তাদের আসন পিছিয়ে বসতে পারবেন না বলেও জানান তিনি। যাত্রার সময় নাকি যাত্রীদের ইয়ার প্লাগও দেওয়া হয় না। সবকিছুর জন্যই স্পিরিট এয়ারলাইন্সের পক্ষ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। বিমানবালার এমন ঘোষণায় যাত্রীদের মধ্যে হাসির রোল ওঠে।


বিজ্ঞাপন


এরমধ্যে বিমানবালা জানান, বিমানের মধ্যে বিনামূল্যে যাত্রীদের শুধু বরফ দেওয়া হয়। হাসিঠাট্টা করার পর অবশ্য যাত্রীদেরকে ফ্লাইটটি উপভোগ করতে বলেন তিনি।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর