শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

এমিরেটসের যাত্রী পরিবহন সক্ষমতা বেড়েছে ৩১ শতাংশ

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

এমিরেটসের যাত্রী পরিবহন সক্ষমতা বেড়েছে ৩১ শতাংশ

দুবাইভিত্তিক বিমানসংস্থা এমিরেটস এয়ারলাইনস চলতি বছরের শুরু থেকেই যাত্রী পরিবহন সক্ষমতা ৩১ শতাংশ বাড়িয়েছে। করোনার আগে বিশ্বব্যাপী বিমান চলাচলে যে স্বাভাবিক পরিস্থিতি ছিল সেই অবস্থায় ফেরায় যাত্রী পরিবহন বাড়াচ্ছে উড়োজাহাজ সংস্থাটি।

গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে ২৬ মার্চ থেকে আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।


বিজ্ঞাপন


গত কয়েক মাসে এয়ারলাইনসটির কার্যক্রম অনেক বেড়েছে। সপ্তাহে চলমান রুটে এখন ২৫১টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। পাঁচটি শহরে পুনরায় ফ্লাইট চালুর পাশাপাশি তেল আবিবে নতুন ফ্লাইট চালু করছে করতে যাচ্ছে এমিরেটস।

emirates-airlinesসংস্থাটির প্রধান অপারেটিং অফিসার আদেল আল রেধা বলেছেন, কোভিড মহামারী দূর হওয়ায় বিমান ভ্রমণের চাহিদা প্রত্যাশার চেয়েও বেশি। তাই অতিরিক্ত পাইলট ও কেবিন ক্র নিয়োগের পাশাপাশি বিমানের সংখ্যাও বাড়তে হচ্ছে।

তিনি বলেন, ‘বর্তমানে উড়োজাহাজ সংস্থাটির পাইলট সংখ্যা সাড়ে চার হাজার ও কেবিন ক্রু সাড়ে ১৭ হাজার। ২০২৩ সালের মাঝামাঝি অতিরিক্ত ৪০০ পাইলট ও ৫ থেকে ৬ হাজার কেবিন ক্রু নিয়োগ দেবে সংস্থাটি।’

সূত্র: দ্য ন্যাশনাল


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর