বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

২০২৩ সালের সেরা ২০ বিমানবন্দর

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

২০২৩ সালের সেরা ২০ বিমানবন্দর

দুই বছর পর বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব পুনরুদ্ধার করেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৮বার শীর্ষস্থান দখল করে বিমানবন্দরটি। কিন্তু করোনাভাইরাসের কারণে বিভিন্ন নিষেধাজ্ঞায় পিছিয়ে পড়ে এটি। ওই সময় কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর সেরা বিমানবন্দরের খেতাব পায়। কিন্তু এবার এটি দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তৃতীয় সেরা হয়েছে টোকিওর হানেদা বিমানবন্দর।

যুক্তরাজ্যভিত্তিক স্কাইট্র্যাক্স প্রতিবছর বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা প্রস্তুত করে থাকে। ১৯৯৯ সালে ‘ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড’ শুরু করে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় ‘ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস-২০২৩’ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞাপন


ইউরোপের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে প্যারিসের চার্লস ডি গল। গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে চার্লস ডি গল। উত্তর আমেরিকার সেরা বিমানবন্দরের খেতাব পেয়েছে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর। গত বছর এই তালিকায় ২৭তম স্থানে থাকলেও চলতি বছরে ১৮তম অবস্থানে রয়েছে বিমানবন্দরটি।

changi-airportতবে বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের তালিকায় নেই যুক্তরাষ্ট্রের কোনও বিমানবন্দর। চলুন দেখে নিই ২০২৩ সালের বিশ্বের সেরা ২০ বিমানবন্দর।

১. সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর
২. দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
৩. টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর
৪. সিউলের ইনচিওন আন্তর্জাতিক বিমানবন্দর
৫. প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দর
৬. ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দর
৭. মিউনিখ বিমানবন্দর
৮. জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর
৯. টোকিওর নারিতা বিমানবন্দর
১০. মাদ্রিদের বারাজাস বিমানবন্দর
১১. ভিয়েনা আন্তর্জাতিক বিমাবন্দর
১২. হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমাবন্দর
১৩. রোমের ফিউমিসিনো বিমাবন্দর
১৪. কোপেনহেগেন বিমাবন্দর
১৫. কানসাই বিমাবন্দর
১৬. সেন্ট্রাইয়ার নাগোয়া বিমানবন্দর
১৭. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর
১৮. সিয়াটল-তাকোমা বিমানবন্দর
১৯. মেলবোর্ন বিমানবন্দর
২০. ভ্যানকুভার আন্তর্জাতিক বিমানবন্দর

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর