বিমানের চাকা কয়টি

বিমানের চাকা দেখতে একটু অন্যরকম লাগে। কারণ, বিশালাকার বিমানের চাকাগুলো বেশ ছোট। বিমানের চাকা সাধারণত ল্যান্ডিং গিয়ার হিসাবে পরিচিত। আকাশপথে ওড়ে যায় বলে এই চাকা নিয়ে ভাবেন না অনেকেই। কিন্তু এটি বিমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ, উড়োজাহাজের যেকোনো অংশ বা যন্ত্রাংশের চেয়ে সবচেয়ে বেশি চাপ সহ্য করে এটি।
মূলত বিমান উড্ডয়ন এবং অবতরণের সময় এই চাকার ব্যবহার হয়ে থাকে। অতিরিক্ত তাপ ও চাপের উপর ভিত্তি করেই বিমানের টায়ারের মেয়াদকাল ঠিক করা হয়। আর এই তাপ ও চাপ সহ্য করার জন্য প্রয়োজনীয় সংখ্যক চাকা থাকে। বিমানের আকারভেদে ভিন্ন ভিন্ন সংখ্যক ও পরিমাপের চাকা ব্যবহার করা হয়। চলুন জেনে নিই বিমানের চাকা কয়টি।
বিমানে চাকার সংখ্যা
সাধারণত বিমানের ল্যান্ডিং গিয়ারে দুইটি চাকা থাকে। আর পেছনে ২টি করে মোট ৪টি চাকা থাকে। সবমিলিয়ে মোট ৬টি চাকা থাকে।
বর্তমানে বাণিজ্যিক বিমান নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এয়ারবাস ও বোয়িং। কোম্পানি দুটি বাণিজ্যিক, সামরিকসহ প্রায় সব ধরনের বিমান নির্মাণ করে থাকে।
এয়ারবাসের বাণিজ্যিক বিমানগুলোতে সাধারণত ৬ থেকে ২২টি চাকা থাকে। এয়ারবাস এ৩৮০ বিমানটিতে ২২টি চাকা রয়েছে।
বোয়িং বাণিজ্যিক বিমানগুলোতে সাধারণত ৬ থেকে ১৮টি চাকা থাকে। বোয়িং ৭৩৭ বিমানে চাকার সংখ্যা ৬টি। আবার বোয়িং ৭৪৭ বিমানে রয়েছে ১৮ টি চাকা।
বিমানে সর্বোচ্চ চাকার সংখ্যা
বিশ্বের সবচেয়ে বড় মালবাহী বিমান এন-২২৫। এতে সর্বোচ্চ ৩২টি চাকা রয়েছে।
বিমানে সর্বনিম্ন চাকার সংখ্যা
আধুনিক জেট ফাইটার বিমানে সাধারণত সবচেয়ে কম সংখ্যক ৩টি চাকা থাকে।
এমএইচটি