বিমানের টয়লেটে লুকিয়ে ধূমপান, অতপর...

বিমানে ধূমপান নিষিদ্ধ। কিন্তু তারপরও বিমানবালাদের চোখ এড়িয়ে টয়লেটে গিয়ে ধূমপান করে ধরা খেলেন এক যাত্রী। সহযাত্রীরা প্রতিবাদ করলে হেনস্থার শিকার হন। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে।
রবিবার এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে।
অভিযুক্তের বিরুদ্ধে মুম্বাইয়ের একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত বছর সাইত্রিশের এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি জন্মসূত্রে ভারতীয় কিন্তু এখন আমেরিকার নাগরিক। তার মার্কিন পাসপোর্ট রয়েছে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যাত্রী ১০ মার্চের লন্ডন-মুম্বাইয়ের বিমানের টয়লেটে ঢুকে ধূমপান করছিলেন। বাধা দেওয়ায় তিনি অত্য়ন্ত দুর্বব্যবহারও করেন বলে অভিযোগ রয়েছে।
বিমান মুম্বাইয়ের মাটিতে বিমান নামার পরে ওই যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে।
তদন্তে সবরকম সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের পক্ষে।
এয়ার ইন্ডিয়া জানায়, বিমানের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও ঘটনা ঘটলে তা কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।
এজেড