রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানে কয়টি আসন থাকে?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৩, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

বিমানে কয়টি আসন থাকে?

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সাধারণতে বিমানে চড়ে যাওয়া হয়। এতে যাত্রাপথ দ্রুত এবং আরামদায়ক হয়। বিমানের মধ্যে বিভিন্ন ধরনের সিট বা আসন রয়েছে। বিমানের সিট সংখ্যা মূলত কিছু বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হলো— বিমানের নির্মাতা (এয়ারবাস, বোয়িং, এটিআর, ইত্যাদি), বিমানের আকার, বিমানের পরিষেবার উদ্দেশ্য ইত্যাদি। বিমানের আকার ও সিটের ধরন অনুযায়ী বিমানের সিট সংখ্যা পরিবর্তন করা যায়।

airplane-seatবিমানে আসন সংখ্যা


বিজ্ঞাপন


একটি যাত্রীবাহী বিমানে ১০ জন থেকে ৮৫৩ জন বিমান যাত্রীকে বসতে পারেন। এই বিষয়গুলোর উপর নির্ভর করে এয়ারবাস এবং বোয়িং বিমানগুলোর সিট অন্য বিমানের থেকে আলাদা। বিমানের আকারের উপর নির্ভর করে এয়ারবাস ৩২০এস এবং বোয়িং ৭৩৭এস মডেলের মত ছোট বিমানগুলোতে ২০০ জন যাত্রী বসতে পারে। বোয়িং বি৭৬৭/৭৫৭এস এবং এয়ারবাস এ৩৩০ বিমানে ২০০ থেকে ৩০০ যাত্রী নিয়ে ভ্রমণ করতে পারে।

বিমান সংস্থার পরিষেবার উপর নির্ভর করে সিটের ধরন পরিবর্তন করা যায়। ফলে বিমানে সিট সংখ্যা কমতে পারে বা বাড়তে পারে। যদি একটি বিমান প্রথম শ্রেণী বা বিজনেস ক্লাসের আসন অফার করে, তখন আসন সংখ্যা কমিয়ে দেয়। আবার যদি শুধুমাত্র ইকোনমি ক্লাস হয় তাহলে আসন সংখ্যা বেশি থাকে।

airbus a380বিমানে সর্বোচ্চ আসন সংখ্যা

তবে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করতে করতে পারে এয়ারবাস এ৩৮০। ২০০০ সালের দিকে বিমানটি তৈরি করা হয়। দ্বিতল বিশিষ্ট বিমানটি ৮৫৩ জন যাত্রী পরিবহনে সক্ষম। বিমানটিতে তিন শ্রেণীর সিট রয়েছে। বিজনেস ক্লাস সিট ব্যবস্থাপনায় বিমানটির আসন সংখ্যা হয় ৫২৫।


বিজ্ঞাপন


তবে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এয়ারবাস এ৩৮০ প্রস্তুতকারী সংস্থা ঘোষণা করে যে, এই বিমানের কাজ বন্ধ করা হবে। কারণ, বিমানটিতে চারটি ইঞ্জিন রয়েছে। ফলে এর রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি হয়।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর