বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

যেসব জিনিস আনতে বিমানবন্দরে শুল্ক দিতে হবে না

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

যেসব জিনিস আনতে বিমানবন্দরে শুল্ক দিতে হবে না

সাধারণত ভ্রমণকালে বিভিন্ন ধরনের মালামাল সঙ্গে থাকে। নতুন কোথাও ঘুরতে বা কাজের উদ্দেশ্যে গেলে সেখান থেকে বিভিন্ন জিনিস কেনা হয়। বিশেষ করে বিমানে এক দেশ থেকে অন্যদেশে আসা-যাওয়ার সময় ক্রয়কৃত পণ্যের উপর বিমানবন্দরে শুল্ক দিতে হয়। তবে পণ্যের একটি নির্দিষ্ট পরিমাণ বিনা শুল্কেই আনতে পারবেন বাংলাদেশে। এর বেশি হলেই শুল্ক দিতে হবে

চলুন জেনে নিই কোন জিনিসগুলো আনতে বিমানবন্দরে শুল্ক দিতে হবে না।


বিজ্ঞাপন


airport-taxগৃহস্থালী ব্যবহারের পণ্য

  • সর্বোচ্চ ১০০ গ্রাম ওজনের সোনা এবং ২০০ গ্রাম ওজনের ১২টি রুপার গয়না।
  • টাইপরাইটার, বাড়িতে ব্যবহৃত সেলাই মেশিন, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান।
  • রান্নাঘরের জিনিসপত্র যেমন— রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর,  জুসার ও কফি মেকার।
  • বিদেশ থেকে আগত অসুস্থ যাত্রীর চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম।
  • সর্বোচ্চ ১৫ বর্গমিটার আয়তনের কার্পেট।

airport-taxইলেকট্রনিক্স পণ্য

  • সর্বোচ্চ দুটি মোবাইল।
  • একটি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের সঙ্গে একটি ইউপিএস।
  • একটি কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার ও ফ্যাক্স মেশিন।
  • পেশাদার কাজে ব্যবহৃত হয় না এমন ডিজিটাল ক্যামেরা।
  • ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর।
  • ২৯ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, এলইডি, সিআরটি টেলিভিশন।
  • সর্বোচ্চ চারটি স্পিকারসহ সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি বা ব্লু ডিস্ক প্লেয়ার।

এক্ষেত্রে বিদেশ থেকে আগত যাত্রীদের একটি ফর্ম পূরণ করে কাস্টমসে জমা দিতে হয়। যেই ফর্মে ঘোষণা করতে হবে কোন জিনিস কী পরিমাণে বহন করছেন। তবে প্রতিবছরই বাজেটের সময় এই তালিকায় কিছুটা পরিবর্তন হয়।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর