শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঘন কুয়াশায় চার ফ্লাইট চলে গেল কলকাতা ও ইয়াঙ্গুনে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

ঘন কুয়াশায় চার ফ্লাইট চলে গেল কলকাতা ও ইয়াঙ্গুনে
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল বিমানবন্দরে চারটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফলে সেই ফ্লাইটের দুটি কলকাতায় আর দুটি মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণ করেছে। এছাড়া বিদেশ থেকে আসা বিভিন্ন ফ্লাইট নামতে দেরি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩০ জানুয়ারি) শাহজালাল বিমানবন্দরের আকাশে ঘন কুয়াশার কারণে ফ্লাইটের এই জট লাগে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

এই কর্মকর্তা বলেন, ‌‌ঘন কুয়াশার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে এসেছে। কুয়াশার কারণে দুটি ফ্লাইট কলকাতায় এবং দুটি ইয়াঙ্গুনে চলে গিয়েছিল।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে সকাল সাড়ে নয়টা পর্যন্ত বিদেশ থেকে আসা এবং বিদেশগামী কোনো ফ্লাইট উঠানামা করতে পারেনি। ‌পরে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়।

এমআইকে/জেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর