শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুয়াশার কারণে দেরিতে উড়ছে ফ্লাইট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১২:৪৪ এএম

শেয়ার করুন:

কুয়াশার কারণে দেরিতে উড়ছে ফ্লাইট

ঘন কুয়াশা এবং তুলনামূলক ভিজিবিলিটি কম থাকার কারণে দেশীয় ও আন্তর্জাতিক রুটে বেশ কিছু ফ্লাইট দেরিতে উড়ছে। 

গত এক সপ্তাহ ধরে শাহজালাল বিমানবন্দর থেকে দেশ-বিদেশের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সব ফ্লাইটই দেরিতে উড্ডয়ন করেছে। 


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে গত টানা এক সপ্তাহের বেশি সময় ধরে শাহজালাল বিমানবন্দর থেকে প্রতিদিন কমবেশি ফ্লাইট দেরিতে ছাড়ছে।

গতকাল শুক্রবার অন্যান্য দিনের চেয়ে কম সময় নিয়ে ছেড়েছে অধিকাংশ ফ্লাইট। ‌‌ বিশেষ করে শুক্রবার ভোর রাত থেকে সকাল ৯ টা পর্যন্ত দেশীয় ও আন্তর্জাতিক রুটে যেসব ফ্লাইট ছিল তার অধিকাংশ দেরিতে ছেড়েছে। 

airportযদিও কর্তৃপক্ষ দাবি করেছে, বিমানগুলোর আকাশ উড়তে ৫ থেকে ১০ মিনিট দেরি হয়েছে। যাত্রীদের  ভোগান্তি হয়নি।  সকাল নয়টার পরে অধিকাংশ ফ্লাইট সময় মতো ছেড়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক উইং কমান্ডার শাহেদ আহমেদ খান ঢাকা মেইলকে বলেন, শুক্রবার ফ্লাইট বাতিল বা ডাইভার্সনের মতো কোনো ঘটনা ঘটেনি। তবে ৫-১০ মিনিট করে ফ্লাইট দেরিতে ছেড়েছে। অন্যান্য দিনের চেয়ে শুক্রবার ভিজিবিলিটি কিছুটা ভালো ছিল। ‌‌


বিজ্ঞাপন


এমআইকে/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর