শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বিমানে হৃদরোগে আক্রান্ত যাত্রী, প্রাণ বাঁচালেন আরেক যাত্রী 

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ১১:০৯ পিএম

শেয়ার করুন:

বিমানে হৃদরোগে আক্রান্ত যাত্রী, প্রাণ বাঁচালেন আরেক যাত্রী 

উড়ন্ত বিমানে হৃদরোগে আক্রান্ত এক যাত্রীর প্রাণ বাঁচালেন আরেক যাত্রী। ইল্যাংন্ড থেকে ভারতে আসার সময় বিমানের এক সহযাত্রী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। ৪৩ বছরের সেই যাত্রীর প্রাণ বাঁচাতে সবরকম চেষ্টা চালিয়েছেন সেই বিমানেরই আরেক যাত্রী বিশ্বরাজ ভামুলা।

ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ায়। 


বিজ্ঞাপন


ভারতীয় বংশোদ্ভুত এই চিকিৎসকের সামনেই পর পর ২ বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তার সহযাত্রী। তাকে প্রাণে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন চিকিৎসক। প্রায় ৫ ঘণ্টা ধরে চেষ্টা করে পর পর ২ বার হৃদরোগ আক্রান্ত যাত্রীর প্রাণ বাঁচালেন তিনি। 

air india doctor
সহযাত্রীর প্রাণ বাঁচিয়েছিলেন ড. বিশ্বরাজ ভামুলা

যে বিমানটি করে তিনি ব্রিটেন থেকে ভারতে আসছিলেন সেই বিমান কোম্পানির পক্ষ থেকে  জানানো হয়েছে এই চিকিৎসক পর পর ২ বার হৃদরোগে আক্রান্ত যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন। 

চিকিৎসকের কাছে মেডিকেল কিট থাকায় একটু সুবিধা হয়েছিল। প্রায় ২ ঘণ্টা ধরে চিকিৎসা করে সহযাত্রীর প্রাণ বাঁচিয়েছেন তিনি। তাকে এই কাজে সাহায্য করেছিলেন কেবিন ক্রুরাও। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর