বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিমানে কি বাড়ির খাবার নিয়ে যাওয়া যায়?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

বিমানে কি বাড়ির খাবার নিয়ে যাওয়া যায়?

বাস, ট্রেন কিংবা লঞ্চে ভ্রমণের সময় অনেকেই বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার রান্না করে নিয়ে যান। ভ্রমণ বিরতিতে কিংবা যাত্রা পথে ক্ষুধা লাগলে এসব খাবার খান। অনেকেই জানতে চান বিমানেও কি বাড়ির খাবার নিয়ে যাওয়া যায়?

foodআন্তর্জাতিক  ফ্লাইটে ভ্রমণ করার সময়ে বাড়িতে রান্না করা খাবার আনতে কোনো সমস্যা নেই। তবে আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আপনি কীভাবে আপনার ব্যাগে খাবার প্যাক করছেন। 


বিজ্ঞাপন


foodবিমানে ড্রাইফুট নেওয়া যায়

ফ্লাইটে আপনি ফল, ড্রাই ফ্রুট, স্যালাদের মতো যেকোনও সলিড খাবার সহজে বহন করতে পারেন। এগুলো বিমানে বসে খেতেও পারবেন। 

foodতবে তরল খাবার (উদাহরণস্বরূপ বলা যায়, তরকারি বা সস) শুধু মাত্র ১০০ মিলি সাইজের পাত্রেই প্যাক করা উচিত। তা হলে অনুমতি পাবেন খাবার নিয়ে যাওয়ার। 

foodএই খাবার শুধু এমন একটি ব্যাগে নিয়ে যান, যাতে যখনই চেক করা হয়, তখন যেন কোনও ধরনের সমস্যা না হয়। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর