শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বিমানের ইঞ্জিন টেনে নিল বিমানকর্মীর প্রাণ

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ০২:০০ পিএম

শেয়ার করুন:

বিমানের ইঞ্জিন টেনে নিল বিমানকর্মীর প্রাণ

যাত্রী নামিয়ে দিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল বিমানটি। পাইলট এবং ক্রু মেম্বারাও ততক্ষণে বিমান থেকে নেমে গেছেন। কিন্তু দুই ইঞ্জিনের একটি তখনও চলছিল। যা কারোরই নজরে আসেনি। বন্দরের এক কর্মী চলন্ত ওই ইঞ্জিনের কাছে যেতেই তাকে টেনে নেয়। ইঞ্জিনের রোটর তার দেহ ছিন্নভিন্ন করে দেয়। হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। 

দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন অ্যান্ড সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই খবরের সত্যতা স্বীকার করেছে। 


বিজ্ঞাপন


PLANEসংস্থা দুইটির বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানের একজন গ্রাউন্ড স্টাফ ৩১ ডিসেম্বর দুর্ঘটনায় নিহত হন। 

ঘটনাটি ঘটেছে আলাবামা অঙ্গরাজ্যের মন্টগোমেরি আঞ্চলিক বিমানবন্দরে।

এটি একটি বেসামরিক-সামরিক বিমানবন্দর। যা আলাবামার রাজধানী মন্টগোমেরির সাত মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

৩১ ডিসেম্বর বেলা তিনটার দিকে নিহত ওই কর্মী এমব্রায়ার ১৭০ ইঞ্জিনের কাছে যেতেই তাকে টেনে নেয়। বিমানটি তখন পার্কিং এরিয়ায় ব্রেক করা অবস্থায় ছিল। বিমানটি ডালাস থেকে সদ্যই মন্টগোমেরি বিমানবন্দরে অবতরণ করে। 


বিজ্ঞাপন


planeনিউ ইয়র্ক পোস্ট আরও জানায় নিহত বিমানকর্মী পিয়াডমাউন্ট এয়ারলাইন্সের কর্মরত ছিলেন। 

এই ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিমান দুঃখপ্রকাশ করে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর