বিমানবন্দরে চীন ফেরতদের ওপর বিধিনিষেধ আরোপ
এভিয়েশন ডেস্ক

শীতের শুরুতেই করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে চীনে। মহামারি ঠেকাতে দেশটিতে কিছুদিন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কিন্তু গত সপ্তাহ থেকে সেই বিবিনিষিধ শিথিল করা হয়েছে। এরপর চীন থেকে আসা ভ্রমণকারীদের পৃথিবীর বিভিন্ন দেশের বিমানবন্দরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এসব দেশের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান এবং তাইওয়ান।
এছাড়াও কিছু কিছু দেশের বিমানবন্দরে চীন থেকে আসা নাগরিকদের বিমানবন্দরে টিকার সনদ দেখাতে হচ্ছে। সেখানে কোভিড টেস্টও করা হচ্ছে। টেস্টের ফলাফল নেতিবাচক এলেই বিমানবন্দরে ছাড়পত্র মিলছে।
চীনে এখন লকডাউন ও কোয়ারেন্টিনের নিয়ম বাতিল করা হয়েছে এবং মানুষজন এক জায়গা থেকে অন্যত্র ভ্রমণ করতে পারছে।
এজেড