শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিমানে কি পোষা প্রাণী নেওয়া যায়?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

বিমানে কি পোষা প্রাণী নেওয়া যায়?

বিমানযাত্রায় সঙ্গে বহন করতে পারেন আপনার প্রিয় পোষা প্রাণীটিও। তবে এক্ষেত্রে নিয়ম-কানুন মেনেই সঙ্গে নিতে পারবেন আদরের পোষ্য। 

এখানে বলা রাখা ভালো পৃথিবীর অনেক বিমানেই পোষ্য বহনের অনুমতি নেই। কিন্তু খ্যাতনামা আন্তর্জাতিক উড়ান পরিচালনাকারী সংখ্যা বিমান যাত্রীদের কুকুর-বিড়ালের মতো পোষা প্রাণী বহন করতে দেয়। 


বিজ্ঞাপন


এক্ষেত্রে উদাহরণ স্বরূপ আকসা এয়ারের কথা বলাই যায়। এই উড়ান পরিচালনাকারী প্রতিষ্ঠানটি পোষ্য নিয়ে বিমান ভ্রমণের অনুমতি দেয়। 

petsকীভাবে পোষ্যকে নিয়ে বিমানে উঠবেন?

আকাস এয়ার জানিয়েছে তাদের বিমানে পোষ্যকে খাঁচাবন্দি করে নিয়ে উঠতে হবে। উড়ানের আগে মেপে নেওয়া হবে পোষ্যর ওজন। কেবিনের ক্ষেত্রে খাঁচাসহ ওজন দাঁড়াতে হবে সাত কিলোগ্রাম। আর চেক ইনের সময় ৩২ কিলোগ্রাম।

pets


বিজ্ঞাপন


কর্মসূত্রে হোক কিংবা বেড়াতে, প্রিয় পোষ্যকে ঘরে একলা ফেলে রেখে যেতে মন চায় না কারোরই। সেই সমস্যারই সমাধান আনল আকাসা এয়ার। এবার থেকে বিমানযাত্রায় আপনার সঙ্গী হবে বাড়ির পোষা কুকুরটিও।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর