বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিমানবালার কাছে কী চাইবেন, কী চাইবেন না

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

বিমানবালার কাছে কী চাইবেন, কী চাইবেন না

আকাশে উড়ন্ত বিমানের প্রয়োজনীয় কর্মী বাহিনী বিমানবালা। যাত্রীদের দেখভাল করার পাশাপাশি পাইলটদের নানা কাজে সহাযোগিতা করেন তারা।

আপনি যদি প্রথমবার বিমানে ভ্রমণ করেন বিমানবালাদের সঙ্গে আপনার আচরণ কেমন হওয়া উচিত তা জেনে রাখা ভালো। কেননা, যাত্রীদের আচরণ বিমানবালাদের বিরক্তির কারণ হতে পারে। তাতে সহযাত্রী থেকে বিমানকর্মী, সকলেরই সমস্যা হবে। তাই সতর্ক থাকা জরুরি।


বিজ্ঞাপন


airhostess১. যেকোনও প্রয়োজনে আপনি বিমানবালাদের ডাকতেই পারেন। তবে তাদের স্পর্শ করার অধিকার আপনার নেই। তাদের কাজে সহযোগিতা করাও আপনার কর্তব্য। ফলে অপ্রয়োজনীয় দাবি জানিয়ে, কিংবা গায়ে হাত দিতে কথা বলতে গিয়ে বিড়ম্বনায় ফেলবেন না বিমানবালাদের।

২. বিমানে ওঠা মাত্রই পানি পান করতে চাইবেন না। সে সময়ে যাত্রী-নিরাপত্তা সম্পর্কিত একাধিক কাজ থাকে বিমানবালাদের। তাই সেই সময়ে কোনও কারণেই তাদের বিব্রত করা উচিত নয়। ওষুধ খাওয়ার থাকলে তাই বিমানে ওঠার আগেই খেয়ে ফেলুন।

airhostess৩. বিমানে যখনই কোনও সাহায্যের প্রয়োজন পড়ে, তখন আসনের উপর নির্দিষ্ট বোতাম টিপলেই মুশকিল আসান করতে হাজির হন বিমানবালারা। তবে তার মানে এই নয় যে, আপনি কোনও কারণ ছাড়াই তাদের বারবার ডেকে বিরক্ত করবেন।

৪. খুব ভারী জিনিস বা মালপত্র নিয়ে বিমানে উঠলে তা বিমানবালাদের হাতে দেবেন না। কোনও শারীরিক সমস্যা থাকলে তবেই এমন সাহায্যের আবেদন করতে পারেন।


বিজ্ঞাপন


bimanbala৫. গন্তব্যে পৌঁছানোর পর বিমানবালাদের কাছে খাবার চাওয়া উচিত নয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই খাবার পাওয়া যেতে পারে। তারপরে আর নয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর