শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিমানবালারা যাত্রীদের যে আচরণে বিরক্ত হন

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২, ১০:২৭ এএম

শেয়ার করুন:

বিমানবালারা যাত্রীদের যে আচরণে বিরক্ত হন

বিমানের অন্যতম কর্মী বাহিনী বিমানবালা। পাইলট আকাশ বিমান ওড়ান। যাত্রীদের নিয়ে যান গন্তব্যে কিন্তু বাদবাকি কাজ বিমানবালাদেরই করতে হয়। যাত্রীদের আসন দেখিয়ে দেওয়া, দরজা বন্ধ করা, খাবার পরিবেশন থেকে শুরু করে আপদকালীন সময়ে যাত্রীদের দেখভালের কাজটিও তাদের। এত কিছুর পরও যাত্রীদের মন ভরানো কঠিন। বিমানবালাদের বিরুদ্ধে তাদের যেমন অভিযোগের শেষ নেই, তেমনি যাত্রীদের বিরুদ্ধেও তাদের বিস্তর অভিযোগ রয়েছে। জানুন বিমানবালারা যাত্রীদের কোন কোন আচরণে বিরক্ত হন। 

plane


বিজ্ঞাপন


যে সব যাত্রীরা নিজের কাছে ব্যাগপত্র রেখে দেন, তাদের একেবারেই পছন্দ করেন না বিমানবালারা। বিমানে ওঠার সময় অনেকেই দাঁড়িয়ে থাকেন অথবা এমন দাবি করেন, যা উড়ানে দেওয়া সম্ভব নয়। এ ধরনের যাত্রীদেরও ভালো লাগে না তাদের।

বিমানবালাদের অভিযোগ, অনেক যাত্রীই সৌজন্যতা জানেন না, বা দেখান না। 

plane

এছাড়া কিছু যাত্রী খাবার পরিবেশনের সময় অতিরিক্ত খাবার চান। যা বিমানবালাদের বিব্রত করে। 


বিজ্ঞাপন


যাত্রীদের অনেকেই বিমানবালাদের সঙ্গে অভদ্র আচরণ করে যা বিমানসেবিকাদের মর্মহত করে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর