মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিমান থেকে নেমে লাগেজ দ্রুত হাতে পাওয়ার উপায়

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

বিমান থেকে নেমে লাগেজ দ্রুত হাতে পাওয়ার উপায়

বিমানে চড়ে ঘুরতে গেলে ব্যাগ বইবার ঝামেলা থাকে না। হ্যান্ডব্যাগ ছাড়া বাকি সব ব্যাগই বিমান সংস্থাকে দিয়ে দিতে হয়। কিন্তু সমস্যা হয় ব্যাগ ফেরত পাওয়ার জন্য। বিমান থেকে নামার পর ওই ব্যাগ ফেরতের জন্য অনেক সময় ব্যয় করতে হয়। লম্বা লাইন দিতে হয়। হাতে সময় কম থাকলে এই ঝক্কি পোহানো কঠিন হয়। তার চেয়ে কয়েকটি টিপস মেনে চলুন। এই ব্যাগ ফেরত নেওয়ার ঝক্কি অনেক সহজ হয়ে যাবে।

airবিমানের ক্ষেত্রে আপনি যত বেশি টাকা ব্যয় করবেন তত বেশি সুবিধা মিলবে। পরিষেবা ভাল চাইলে আপনাকে বিমানে বিজনেস ক্লাসের টিকিট কাটতে হবে। এক্ষেত্রে বিমান থেকে নামার পরই হাতে ব্যাগ পেয়ে যাবেন। ইকোনমি শ্রেণিতে চাপলে একটু ঝক্কি পোহাতে হতে পারে ব্যাগ ফেরত পাওয়ার ক্ষেত্রে।


বিজ্ঞাপন


bag

কিন্তু আপনি যদি টাকা খরচ না করতে চান তাহলেও কিন্তু ব্যাগ আগে পেতে পারেন। এক্ষেত্রে একটা সহজ টিপস আপনাকে মেনে চলতে হবে। সবার শেষে চেক ইন করলে ওই ব্যক্তির ব্যাগও বিমানে শেষে তোলা হয়। এক্ষেত্রে বিমান থেকে নেমে সবার আগে ওই ব্যক্তির ব্যাগ বাইরে আসে। তবে সব সময় যে এই টিপস কাজে লাগবে তা কিন্তু নয়। কারণ সব বিমান সংস্থা এই একই পথ অবলম্বন করে না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর