বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

বিমানে বসেও দেখা যাবে বিশ্বকাপের লাইভ খেলা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০১:০০ পিএম

শেয়ার করুন:

বিমানে বসেও দেখা যাবে বিশ্বকাপের লাইভ খেলা 

বিশ্বকাপের উন্মাদনায় গোটা বিশ্ব। এরই মধ্যে যারা বিমানে যাতায়াত করেন বিভিন্ন গন্তব্যে তাদের  জন্য ফ্লাইটে বসেই কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের সব ম্যাচ লাইভ দেখার সুযোগ পাবেন বিমানের যাত্রীরা। তবে এটি এমিরেটস এয়ারলাইন্সের যাত্রীরাই পাবেন এই সুযোগ।

কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রোববার (২০ নভেম্বর)। বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।


বিজ্ঞাপন


এমিরেটস বাংলাদেশ জানায়, ২০ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপের স্পোর্টস টুয়েন্টি ফোর চ্যানেলে প্রচারিত হওয়া সবগুলো ম্যাচ লাইভ সম্প্রচার করবে এয়ারলাইন্স। ফলে যাত্রীরা আকাশে বসেই বিশ্বকাপের খেলাগুলো উপভোগ করতে পারবেন, ফ্লাইটে পাবেন বিশ্বকাপের আমেজ।

দুই শতাধিক এমিরেটস উড়োজাহাজে লাইভ টিভি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে। লাইভ চ্যানেলের মধ্যে আছে স্পোর্টস টুয়েন্টি ফোর এবং স্পোর্টস টুয়েন্টি ফোর এক্সট্রা। এমিরেটস আরও জানায়, ফ্লাইটের মনিটর ছাড়াও এমিরেটসের এয়ারবাস এ-৩৮০ এর অনবোর্ড লাউঞ্জে বসেও খেলা দেখার সুযোগ পাবেন যাত্রীরা। ফ্লাইটে চড়ার আগে যাত্রীরা এমিরেটসের নিজস্ব লাউঞ্জে বসে সরাসরি ফুটবল ম্যাচ উপভোগ করতে পারবেন। তবে এ সুবিধা পাবেন শুধুমাত্র প্রিমিয়াম শ্রেণির এবং ক্যাটাগরির যাত্রীরা।

বিশ্বকাপ ছাড়াও স্পোর্টস টুয়েন্টি ফোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলা সরাসরি সম্প্রচার করে থাকে এমিরেটস, যার মধ্যে আছে প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স  লিগ, উয়েফা ইউরোপা লিগ, এশিয়া ফুটবল চ্যাম্পিয়নশিপ উল্লেখযোগ্য।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটগুলোতে যাত্রীরা দুবাইসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন।


বিজ্ঞাপন


ডব্লিউএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর