শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিমানের নিরাপদ আসন কোনটি?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

বিমানের নিরাপদ আসন কোনটি?

বাসে টিকিট কাটার সময় প্রায় সবাই জানালার পাশের সিট চান। অনেকেই মনে করেন বাম পাশের সিট নিরাপদ। এজন্য বাসের প্রথম দুই এক সারি বাদ দিয়ে টিকিট বুকি দেন। কেউবা মাঝের আসনগুলোকে নিরাপদ মনে করেন। 

plane seat


বিজ্ঞাপন


বাসের মতোই হয়তো কেউ বিমানেও নিরাপদ আসন খোঁজেন। যদিও বিমানে আসন আগে ভাগে নির্ধারণ করা কঠিন। বোডিং পাসে আসন নম্বর উল্লেখ করা থাকে। 

বিমানে নিরাপদ বলতে কোন আসন নেই

আপনি যদি মনে করেন বিমানে নির্দিষ্ট সারিতে বা আসনে বসলে দুর্ঘটনার ঝুঁকি কম, তবে আপনি ভুল ধারনা নিয়ে আছেন। বিমান  বিশেষজ্ঞরা বলছেন, বিমানে কোনো সিট-ই ক্র্যাশের সময় আপনাকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারবে না। 

plane seatএক গবেষণায় দেখা যায়, বিধ্বস্ত বিদ্ধস্ত প্লেনের সামনের অংশ ও মাঝের অংশের আসনগুলো ধ্বংসের হার দুই ক্ষেত্রেই প্রায় ৪০ ভাগের মত। 


বিজ্ঞাপন


plane seat

পেছনের অংশে ক্ষতির পরিমাণ ৩২ শতাংশের কাছাকাছি। যদিও এসব ক্ষেত্রে আরও অনেক বিষয় কাজ করে। অবশ্য, বিমান দুর্ঘটনার হার খুবই কম।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর